অলোক মুখোপাধ্যায়

পরিচিতিঃ

জন্ম ১৯৫৭, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার কুঁদঘাট সংলগ্ন পূর্ব পুটিয়ারীর স্থায়ী বাসিন্দা। অবসরপ্রাপ্ত আধিকারিক(কলকাতা পৌরস্ংস্থা)। প্রগতিশীল সাংস্কৃতিক বাতাবরণে বেড়ে ওঠা। কলেজ জীবনে লেখালিখি শুরু হলেও বিভিন্ন কারণে মৌলিক সৃষ্টির কাজে সেভাবে মনোনিবেশ সম্ভব হয়নি। লিটল ম্যাগাজিনে আত্মপ্রকাশ ২০০২ থেকে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছোটগল্প এবং অণুগল্প সব মিলিয়ে শতাধিক। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩(১টি যুগ্ম সম্পাদনা)। ডিজিটাল ম্যাগাজিন প্রতিলিপি বাংলায় তাঁর “সাজঘরের নীল আলো”(ডিস্টোপিয়ান সাহিত্য ২০২০)প্রথম পুরস্কার অর্জন করেছে। নগর জীবনের যাপন চিত্র ছাড়াও মানুষের কথা সমাজের কথা ঘুরে ফিরে আসে তাঁর গল্পে।“অবকাশ” “ইসক্রা” “অল্প কথায় গল্প” ছাড়াও অন্যান্য পত্রিকা এবং  একাধিক ওয়েবজিনে অলোক মুখোপাধ্যায়ের লেখা গল্প পাঠক মহলে প্রশংসিত হয়েছে।

Social Media:


অলোক মুখোপাধ্যায় এর লেখাসমূহ