হারুন রশিদ
লেখক পরিচিতিঃ
জন্ম ১৯৫১, ১লা সেপ্টেম্বর খুলনা শহরে। রাজনৈতিক বিজ্ঞান ও আইন বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বেশ কিছুকাল বিপ্লবী রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
ছোটগল্প লিখতেই স্বাচ্ছন্দ বোধ করেন। এছাড়া কবিতা, নিবন্ধ, ছড়া ও রুবাই লেখেন।
প্রকাশিত ছোটগল্পের বই দুইটা।
১) ভদ্রাপাড়ের গেরিলা ও আরো কিছু গল্প - সাকোবাড়ি প্রকাশনা।
২) কালিমন্তর - সমগ্র প্রকাশন।
Social Media:
হারুন রশিদ এর লেখাসমূহ
হারুন রশিদ
May 20, 2023
767