হামীম ফারুক । কবি ও গল্পকার। জন্ম ১৯৬৩ সালে, ঢাকায়। ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু হলেও পরবর্তীতে বেসরকারি উন্নয়ন সংস্থার কাজের সংগে সম্পৃক্ত হন। মূলস্রোতের পত্রিকাগুলোর সাহিত্যপাতায় কবিতা ও ছোটগল্প লিখেছেন ১৯৮৭ সাল পর্যন্ত। মাঝখানে দীর্ঘ বিরতি। আবার লেখালেখি শুরু করেছেন। এখন নিয়মিতভাবে লিখছেন লিটল ম্যাগাজিনসহ অনলাইন সাহিত্যপত্রিকাগুলোয়।