হাফিজুর রহমান
কবি ও সংস্কৃতি-কর্মী
জন্মস্থান : ডুমুরিয়া, খুলনা।
জন্ম : ০৫.০৯.১৯৫৩
প্রকাশিত কাব্যগ্রন্থ :
১.দীর্ঘশ্বাসের বাঁশি
( ১৯৮৬)
২. এপিটাফ ও অন্যান্য কবিতা
( ২০১২)
৩. ছায়ার সাথে বসবাস
( ২০১৬)
৪. সময় অসময় দুঃসময়
( ২০১৮)
৫ নির্বাচিত সনেটগুচ্ছ
( ২০২০ )
৬ আত্মসমর্পণের আগে
( ২০২০ )
৭ অপরাহ্ণের পাণ্ডুলিপি
(প্রকাশের অপেক্ষায় )
জন্মগ্রহণ করেন খুলনা জেলার ডুমুরিয়া গ্রামে।
খুলনার সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এসএসসি ও সরকারী বিএল কলেজ থেকে ১৯৭০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করে শিক্ষকতার পেশায় আত্মনিয়োগ করেন। ছাত্রজীবন থেকেই কাব্যচর্চার শুরু। সত্তর দশকের কবি হিসাবে পরিচিত। আত্মপ্রচারবিমুখতা তাঁর স্বভাবজাত । লেখেনও কম।
২০০৫ সালে কাব্যচর্চার জন্য কবিতালাপ পুরষ্কার পান।