সৈয়দা শর্মিলী জাহানের জন্ম গাজীপুর জেলার কালিয়াকৈর গ্রামে । এরপর বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায় । পিতা সৈয়দ শাহজাহান ছিলেন সাংবাদিক ও মাতা শওকত আরা খানম শিক্ষক । সৈয়দা শর্মিলী জাহান বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে শুধু লেখালেখি নিয়ে আছেন। সাহিত্যের প্রতি অনুরাগ ও লেখালেখির শুরু ছোটোবেলা থেকেই । মাঝখানে লম্বা বিরতির পর ২০১৬ সাল থেকে ফের লিখতে শুরু করেন । তাঁর প্রকাশিত বই দুটো । একটি গল্পগ্রন্থ 'তমসা ও কিরণ ' অন্যটি উপন্যাস 'প্রবঞ্চনা' ।