সুবত চৌধুরীর জন্ম ১৯৬৪ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম এর পটিয়া উপজেলার গুয়াতলী গ্রামে । বর্তমানে তিনি আমেরিকার নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাস করছেন। তাঁর পিতা স্বর্গীয় দীপেশ চৌধুরী, মাতা রাধা চৌধুরী। সহধর্মীনি লাকী চৌধুরী। কবির দুই পুত্র সন্তান । জ্যেষ্ঠ পুত্র অর্ঘ্য চৌধুরী ও কনিষ্ঠ পুত্র অদ্রি চৌধুরী। প্রাথমিক স্কুলে ছাত্রাবস্থায় তাঁর লেখালেখি শুরু। তিনি ছড়া, গল্প, কবিতা লিখেন, রূপকথা অনুবাদ করেন। শিশু সাহিত্য তাঁর মূল উপজীব্য । তাঁর প্রকাশিত গ্রন্হ দুইটি। ১. ছড়া গ্রন্হ - বিশ্ব বেহায়া ২. রূপকথার বই- আতু বুতু কাতু কুতু তিনি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষী পত্র - পত্রিকা ও সংকলনে নিয়মিত লেখালেখি করছেন। কবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্হাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি সিভিল সার্ভিস কর্মকর্তা হিসাবে যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচিত সদস্য। তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির পর্ষদ সদস্য। তিনি আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ এর সদস্য । তিনি আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচিত কমিটি পারসন।