রুশো আরভি নয়ন

রুশো আরভি নয়ন ২০০১ সালের ১৯ জুলাই,  রাজশাহী জেলার, মতিহার থানা অন্তর্গত, মধ্য বুধপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন সমাজমনস্ক ও দৃঢ়প্রতিজ্ঞ কবি, যাঁর লেখনী সমাজের অন্যায়, অসাম্য ও জাত-ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।  তাঁর লেখায় ভালোবাসা, প্রতিবাদ ও মানবতার গভীর সুর ধ্বনিত হয়, যা পাঠকের মনকে স্পর্শ করে এবং চিন্তার জগতে আলোড়ন তোলে।
 

Social Media:


রুশো আরভি নয়ন এর লেখাসমূহ