মৃণাল বসুচৌধুরী

জন্ম ১৩ জানুয়ারি ১৯৪৪। শৈশবেই পিতৃহীন। পিতামাতার একমাত্র সন্তান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম,এ। স্কুলজীবন থেকেই কবিতায় আগ্রহ । বিখ্যাত সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় লেখা ছাপা হয় ১৯৬৪ সালে, কবির ২০ বছর বয়সে। প্রথম কাব্যগ্রন্থ ‘মগ্ন বেলাভুমি’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এই গ্রন্থটি প্রকাশ পাবার পর তাঁর মনে হয়েছিল নিজেকে অন্যদের থেকে আলাদা করে না তুলতে পারলে তিনি এই জগতের দীর্ঘস্থায়ী বাসিন্দা হতে পারবেন না কোনদিন। শুরু হয় নিজেকে আলাদা করে তোলার যুদ্ধ। কয়েকজন মিলে এই বছরই প্রকাশ করেন ’শ্রুতি’ পত্রিকা। পরবর্তীকালে ‘শ্রুতি’ এক আন্দোলনের চেহারা নেয়। এই পত্রিকার ইস্তেহারগুলি ছিল বিতর্কিত । ‘শ্রুতি’ এখন ইতিহাস। বিভিন্ন গবেষণা গ্রন্থে তা বিশদভাবে আলোচিত।

১৯৭০ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শহর কলকাতা‘ তারপর, একে একে প্রকাশিত হয় ‘যেখানে প্রবাদ’ [১৯৭২] গুহাচিত্র [১৯৭৬] এই নাও মেঘ [১৯৮২] শুধু প্রেম [১৯৮২] এবং ধারাবাহিক অবহেলা [১৯৮৭] এরপর দীর্ঘ ১২ বছর কবিতার জগত থেকে মূখ ফিরিয়ে ছিলেন তিনি। কলকাতার বাইরেই শুধু নয় এ সময় দেশের বাইরেও ছিলেন দীর্ঘদিন। কবিতার জগত থেকে স্বেচ্ছা নির্বাসন ভেঙে তিনি ফিরে আসেন ১৯৯৯ সালে। প্রকাশিত হয় তাঁর ‘কবিতা সংগ্রহ‘। পরের কবিতার বই ’এবার ফেরো সন্ন্যাসে’ প্রকাশ পায় ২০০০ সালে। তারপর প্রায় প্রতি বছরই প্রকাশিত হয়েছে তাঁর কবিতার বই। কখনো বা একেরও বেশি । এভাবেই পাঠক পেয়ে যান ‘শব্দনির্মাণ’, যদি ওড়ে উড়ে যায় ‘নির্বাচিত কবিতা’, ‘মায়াবি উত্তাপ’, ‘স্বর্গ থেকে নীলপাখি’, ‘স্বপ্নে সমর্পণে’, ‘শূন্যতার ছায়া’। ২০০৭ থেকে ২০১১ সালে প্রকাশিত হয় ‘যাদুঘরে শব্দহীন’, ‘মায়াবন্দরের দিকে’, ‘ঘুম উড়ে আসে’, ‘আসছি দাঁড়াও’। বাংলাদেশ থেকে ২০১৩-১৫য় প্রকাশিত হয় ‘তবে কি ফিরেই যাবো’, ‘যেখানে স্বাধীন মেঘ’ এবং ‘নির্বাচিত কবিতা’। এই বইমেলায় ঢাকা থেকে প্রকাশিত হয়েছে ‘১০০ প্রেমের কবিতা’। কলকাতা বইমেলায় এবার প্রকাশিত হয়েছে ‘ডাকঘরে টুকরো আকাশ’। ২০১৭ তে প্রকাশিত হয়েছিল ‘শিরোনামে পাপ নেই’।

কবিতা ছাড়া গদ্যেও তিনি সিদ্ধহস্ত। ২০০৬ সালে তার গল্পগ্রন্থ ’যন্ত্রণার এ পিঠ ও পিঠ’ প্রকাশিত হয়। বাংলাদেশ থেকে ২০১৪ এ প্রকাশ পায় ‘স্বপ্ন পারাপার’। তার মধ্যেই প্রকাশিত হয় তাঁর প্রবন্ধগ্রন্থ ‘শব্দ- স্মৃতিঘর’। শিশু ও কিশোরদের জন্য তাঁর ছড়ার বই ‘এখন যদি রবিঠাকুর’, ‘তিনের পিঠে দুই’। গল্পগ্রন্থ ‘অদ্ভুত সব ভূত’।

বিখ্যাত বাচিক শিল্পী পার্থ ঘোষ, গৌরী ঘোষ ও প্রদীপ ঘোষের কণ্ঠে তাঁর কবিতার সিডি ‘কুয়াশায় রোদে’।

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি এবং অন্য অনেক প্রতিষ্ঠানের দ্বারা পুরস্কৃত ও সম্বর্ধিত।

নিজের সঙ্গে গল্প করা ও বেড়ানো তাঁর শখ।

Social Media:


মৃণাল বসুচৌধুরী এর লেখাসমূহ