
জন্ম রাজশাহী জেলায় বাবা সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন বিধায় বাংলাদেশের নানা প্রান্তে শৈশব কৈশোর কেটেছে।স্কুল কলেজে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যগাজিনে লেখালেখি করতেন, নিয়মিত ডায়রী লিখতেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজে সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নকালে থিয়েটার ও আবৃত্তির প্রতি আকর্ষণ বেড়ে যায়। তখন, ১৯৯৫ সালে "কথা আবৃত্তি চর্চাকেন্দ্রে" যুক্ত ছিলেন ।এখন বর্তমানে মাহিদুল ইসলাম মাহি'র তত্ত্বাবধানে আবৃত্তিকর্মী হিসেবে আবৃত্তিমেলার সাথে সম্পৃক্ত আছেন এবং আবৃত্তি করছেন।আন্তর্জাতিক সংস্থা অটোয়া হতে পরিচালিত অনলাইন সংগঠন উত্তরের জানালায় from the northern hemisphere এর একজন পরিচালক হিসেবে যুক্ত আছেন। ইকেবানা ও ইনটেরিয়র ডিজাইন উপর একবছর ডিপ্লোমা গ্রহণ করেন। টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ হতে বি এড সম্পন্ন করে স্কুলে চাকুরীও করেন।ঢাকার আলিঁয়ান্স ফ্রসেস হতে ফটোগ্রাফি একবছরের ডিপ্লোমা নেন। লেখালেখির পাশাপাশি বর্তমানে ইন্টেরিয়র ডেকোরেশন ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজও করছেন তার প্রতিষ্ঠানের নাম "নান্দনিক"। দু সন্তানের জননী মাহী ফারহানা কবিতা, অনুগল্প এবং ছোটদের জন্য লিখেন।বইমেলা২০২১-এ "আমার একলা সময়" নামক কবিতার বই সিঁড়ি প্রকাশনী হতে ২০২৩ সালে "বাংলাদেশ একটি গল্প"নামক ছোটদের জন্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয় শীখা প্রকাশনী হতে।২০২৪ সালে বাবুই হতে ছোট গল্পের বই আলোকুঠির আর ২০২৫ সালে দুটো বই আমি এক দূরন্ত গান্ঙচিল ও রক্তাক্ত জুলাই ডায়রি নামে দুটো কাব্য গ্রন্থ বের হয়েছে।