বাসার তাসাউফ

বাসার তাসাউফ ১৯৮৬ খ্রিষ্টাব্দে কুমিল্লা জেলার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। জন্মের পর থেকেই জন্মভিটায় বেড়ে উঠেছেন এবং এখনও সেখানেই দিনযাপন করছেন।
তিনি মূলত কথাসাহিত্যিক। তবে কবিতাও লিখেন। তার লেখায় বিস্তৃত ফসলের মাঠ, জোনাকীর সিম্ফনি, ঝিঁঝিঁপোকার কোরাস, টিনের চারচালা ঘরের কোণে চড়ুইয়ের বাসা, মাদার গাছের মগডালে দোয়েলের শিস-- এসব গ্রামীণ ‘সিম্বলিক’ বিষয়আশয় পাওয়া যায়।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর শেষে একটি হাই স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত।
২০০৫ খ্রিষ্টাব্দে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তার প্রথম লেখা ছাপা হয়। একই বছর প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ১৫টি বই। এর মধ্যে ‘কার কাছে যাবো’ ‘সব মেঘে বৃষ্টি হয় না’ ‘সূর্যঘড়ি’ ‘নাকাল’ ‘স্বরচিত নির্বাসন’ ‘বাংলা শব্দ অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, ‘ম্যাট্টিক পাস বউ’ ‘ছুঁয়ে দিলাম তোমাকে’ ‘চন্দ্রাহত পুরুষ’ ‘স্বর্গগ্রামের মানুষ’ ‘মা সেজে পরি এসেছি’ ‘পিতৃশোক ও দীর্ঘশ্বাসের গল্প’ উল্লেখযোগ্য।
তিনি শিশুদের জন্যও লিখেন। ‘স্কুল থেকে পালিয়ে’ ‘কিডন্যাপের পরে’ ‘মা সেজে পরি এসেছিল’ শিশু-কিশোরদের উপযোগী বইও লিখেছেন।
জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ব্লগ এবং অনলাইন পোর্টালগুলোতে তিনি নিয়মিত লিখে যাচ্ছেন।
পুরস্কার ও সম্মাননা : ‘কার কাছে যাবো’ বইয়ের জন্য পেয়েছেন অনুপ্রাণন পা-ুলিপি পুরস্কার ২০২৪ এবং ‘সব মেঘে বৃষ্টি হয় না’ আত্মজীবনীমূলক বইটির জন্য পেয়েছেন অনুপ্রাণন লেখক সম্মাননা ২০২৩।

Social Media:


বাসার তাসাউফ এর লেখাসমূহ