বঙ্কিমকুমার বর্মন

কবি পরিচিতি 

জন্ম ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯  উত্তর দিনাজপুর জেলার (পশ্চিমবঙ্গ) বিদিশৈল গ্রামে । জেলারই কালিয়াগঞ্জ কলেজ থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত । ছোটথেকেই সাহিত্যের প্রতি প্রবল ঝোঁঁক ও একাগ্র ভালোবাসা এভাবেই লেখালেখিতে আসা । ২০১৮ তে নিজের উদ্যোগে একটি "অগ্রদূত" নামে লিটল ম্যাগাজিন বের করি । এবছর "বিবেক যুব সম্মাননা ২০২১" প্রাপ্তি ।  গল্প , প্রবন্ধ ও ছড়া লেখালেখি করি । মূলত কবিতাই প্রধান বিষয় । যুগশঙ্খ , আজকাল, উত্তরবঙ্গ সংবাদ , খোলা কাগজ, দৈনিক পূর্বদেশ,  প‍্যারিস টাইমস এছাড়াও দুই বাংলার বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করি । আপাতত কোনো বই নেই ।

Social Media:


বঙ্কিমকুমার বর্মন এর লেখাসমূহ