ফেরদৌস নাহার

ফেরদৌস নাহারের জন্ম, বেড়ে ওঠা সবই বাংলাদেশের রাজধানী ঢাকাতে। তবু নির্দিষ্ট কোনো জেলা নয় পুরো দেশটাকেই বাড়ি মনে করেন। জন্ম, ৪ অক্টোবর ।
কবিতার পাশাপাশি ছবি আঁকেন, গান লেখেন, নানা রকমের গদ্য লেখেন, কফিশপে ধোঁয়া আর ঘ্রাণে আড্ডার ঝড় তোলেন। নিজেকে পদ্য-গদ্যের শ্রমিক বলেন। কিন্তু সবকিছুর উপরে এক বিশ্ব বোহেময়ান কবি আর চির তারুণ্যের নাম ফেরদৌস নাহার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এই কবি মন চাইলে বেরিয়ে যান। জীবনের রন্ধ্রে রন্ধ্রে বুনে চলেন মুক্ত চিন্তা ও উমুক্ত বোধের বুনন।
এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ১৫টি কবিতা ও ৩টি প্রবন্ধের বই। এছাড়া তাঁর কবিতার ইংরেজি অনুবাদে অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে একটি ইংরেজি কাব্যগ্রন্থ। প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও ভারত থেকে অসংখ্য যৌথ কবিতা সংকলন। বাংলাদেশের ব্যান্ড সংগীতের দল ‘মাইলস’-এর অনেকগুলো জনপ্রিয় গানের রচয়িতা তিনি।

Social Media:


ফেরদৌস নাহার এর লেখাসমূহ