ড. ফাল্গুনী তানিয়া মূলত একজন গবেষক। জন্মস্থান যশোর। তিনি 'বাংলাদেশের নারী লেখকদের উপন্যাস : নারীচরিত্রের স্বরূপ' এই শিরোনামে পিএইচ. ডি করেছেন। প্রথম গ্রন্থ 'হিমু এবং আমরা' হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র হিমুকে কেন্দ্র করে। দ্বিতীয় গ্রন্থ জীবনানন্দ দাশের 'মাল্যবান ও বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি গ্রন্থদুটির প্রধান নারীচরিত্রের নারীবাদী পর্যালোচনা।' তৃতীয় গ্রন্থ 'বাংলাদেশের নারীযোদ্ধা ও বঙ্গবন্ধুর অবদান।'
গবেষণার পাশাপাশি বেশ কিছু ছোট গল্প লিখেছেন। এগুলো লিটল ম্যাগাজিনসহ বিভিন্ন অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে।