প্রাণজি বসাক

বাংলা ভাষার প্রখ্যাত ভারতীয় কবি প্রাণজি বসাক বিগত পাঁচ দশক ধরে কবিতাচর্চায় নিয়োজিত। এই মানুষটি আদ্যোপান্ত বাংলা কবিতায় ডুবে থাকতে ভালোবাসেন। পেশাগত কারণে প্রায় ৪৪ বছর ধরে  দিল্লিপ্রবাসী।  তিনি ২৬ টি কাব্যগ্রন্থ, দুটি সম্পাদিত, দুটি গল্পগ্রন্থ / রম্যরচনার বই সহ মোট ৩০ টি গ্রন্থ রচনা করেছেন । আত্মজ মায়াজাল, রুটিনের মুড়ি ও নিমগাছ, অস্বাক্ষরিত গোপন চুক্তি, দেখি এক অন্যমানুষ,  ইউটিউব ও লালটিপ,রূপবৃত্তে ছায়াবৃত্তে, মানুষে মানুষে সহ তাঁর একাধিক কাব্যগ্রন্থে মানবধর্মী ভাবনা, সমাজ চেতনা ও মুক্তির খোঁজ পাওয়া যায়।

বিভিন্ন সময়ে পেয়েছেন সাহিত্য সন্মান ও পুরস্কার। 

আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার , ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পদক, তিনবাংলা সম্মাননা, খড়গপুর বইমেলা সম্মাননা ২০২২, ডাঃ রূদ্রকুমার ঈশ্বরারী স্মৃতি সম্মাননা পুরস্কার ২০২২-২৩ এবং দূরের খেয়া জয়াপদ ভট্টাচার্য স্মারক কবিতা পুরস্কার ২০২৩ উল্লেখযোগ্য।

Social Media:


প্রাণজি বসাক এর লেখাসমূহ