নাদিয়া লোপেস গার্সিয়া

নাদিয়া লোপেস গার্সিয়া (ওয়াক্সাকা ১৯৯২) মেক্সিকোর কবি। লাভ করেছেন Premio a la Creación Literaria en Lenguas Originarias Cenzontle 2017, Premio Nacional de la Juventud 2018, Premio Juventud de la Ciudad de México 2019 প্রভৃতি সাহিত্য পুরস্কার। লিখেছেন  Ňú ú Vixo/ Tierra Mojada, যা তাঁকে এনে দিয়েছে Funadación para las letras Mexicanas en el área de poesía র ২০১৫ থেকে ২০১৭ র সাহিত্য বৃত্তি। Tierra adentro, Punto de partida (UNAM), Peródico de Poesía (UNAM), Tema y variaciones de Literatura (UAM), La Joronda, Este País, Pliego 16, Circulo de Poesía. Liberoamérica, Palimpesto, Sibila প্রভৃতি সাহিত্য পরিসরে প্রকাশিত হয়েছে তাঁর কবিতা। অংশগ্রহণ করেছেন দেশ বিদেশের নানা কবিতা উৎসবে আর কর্মশালার মাধ্যমে ছোটদের এবং অভিবাসীদের শিখিয়েছেন কবিতা সৃজন। লিবেরোআমেরিকা প্রকাশনা থেকে আর্খেন্তিনা, চিলে, উরুগুয়াই আর স্পেনে প্রকাশিত Liberoamericanas, 80 poetas contemporáneas এবং El ABC de la poesía mexicana  কবিতা সংকলনে স্থান পেয়েছে এঁর কবিতা। এখন ইনি কাজ করছেন Enciclopedia de la Literatura en México তে, যা হল মেক্সিকোর নিজস্ব ভাষাগুলির অনুবাদ প্রকল্প। ওঁর অনেকগুলি কবিতাই অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসী, হিন্দি এবং আরব ভাষায়। এই বইটি ওঁর কবিতার প্রথম বাংলা অনুবাদ।


নাদিয়া লোপেস গার্সিয়া এর লেখাসমূহ