দীলতাজ রহমান
দীলতাজ রহমানের জন্ম ১৯৬১ সালের ১৭ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে। মা রাহিলা বেগম। বাবা সূফী ভূইয়া মোহাম্মদ জহুরুল হক। ব্যক্তিগত জীবনে দীলতাজ আশিক, ফারহানা, ফারজানা ও আরিফ এই চার সন্তানের জননী। আর এদের বাবা এ. কে. ফজলুর রহমান ছিলেন একটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকের জেনারেল ম্যানেজার। ফেনীর সোনাগাজীতে অবস্থিত ধলিয়া, ডাক্তারবাড়ির বউ দীলতাজ রহমানের শ্বশুর ডাক্তার তফাজ্জল আহমদ। শাশুড়ি ছিলেন করিমননেসা। দীলতাজ রহমান ‘বিট মাস্কট প্রাইভেট লিমিটেড’ নামক একটি সফ্টওয়্যার ফার্মের চেয়ারম্যান।
কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও পাঠকমহলে তার গল্পই বেশিসমাদৃত হয়। গল্প নিমার্ণে যে পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় তিনি দেন, প্রতিটি গল্পের সাথে জীবনের যে ঘনিষ্ঠতা তিনি ফুটিয়ে তোলেন, তাতে শুধু ভালোলাগা নয় পাঠককে অবাক করেও ছাড়েন। একদিকে ভাবপ্রজ্ঞার দীপ্র বৈশিষ্ট্যে মণ্ডিত, অন্যদিকে অসাধারণ কুশলী বয়নে রচিত দীলতাজ রহমানের গল্পগুলো পড়ে পাঠককে অভিভূত করে ছাড়ে। তাঁর সর্বশেষ বইটির নাম “তারান্নুম”। যা এবারের একুশে বই মেলায় প্রকাশিত।
দীলতাজ রহমানের গল্পের বইগুলো:
১- ধূসর আঁচলে চাবি
২- বহুকৌণিক আলোর সংঘাতে
৩- বৃত্তভাঙার আয়তন
৪- মেঘের মেয়েরা
৫- ফেরার ঘর নেই
৬- নীলকণ্ঠ নাগ
৭- গহিন দূরত
৮- তারান্নুম
৯- নিঃসঙ্গ সৈকতে সোনার ময়ূরপঙ্খি নাও
১০- ত্রসরেণু
১১- জল যে পিপাসা পায় না নাগাল
এছাড়া আছে তার আগের সাতটি বইয়ের একটি একত্রিত সংকলন, যা “দীলতাজ রহমানের গল্পসমগ্র ১” নামে প্রকাশিত।
দীলতাজ রহমানের কাব্যগ্রন্থ ও শিশুতোষ বইগুলোও পাঠক সাদরে গ্রহণ করেছে।
Social Media:
দীলতাজ রহমান এর লেখাসমূহ
দীলতাজ রহমান
June 18, 2021
16051