দিলারা মেসবাহ

পাবনা শহরের দিলালপুরে জন্ম। ২৮ আগস্ট, ১৯৫০। বাবা তাসাদ্দুক লোহানী, সাহিত্যিক শিক্ষাবিদ। মা বদরুন নাহার লোহানী।

বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৫)।

প্রকাশিত গ্রন্থ ৩৪ টি। সম্পাদনা ৮ টি গ্রন্থ।

দিলারা মেসবাহ শিশু কিশোর রচনায় আন্তরিক ও কুশলী।

এ যাবত তাঁর প্রকাশিত কিশোর উপন্যাস ৫ টি, ভ্রমণ ১টি, ছোটগল্প সংকলন ১৬ টি, ছড়াগ্রন্থ ১ টি। দুই খন্ডে প্রকাশিত হয়েছে কিশোর সমগ্র। লিখছেন ছোট বড় সবার জন্যে নিয়মিত।

Social Media:


দিলারা মেসবাহ এর লেখাসমূহ