তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত ১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন। পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে তথ্যকেন্দ্র,সুখবর, লটারি সংবাদ, শৈবভারতী,উল্টো রথ, জনস্বার্থ বার্তা, সারথি,চাঁদের বুড়ি,পারিজাত, কলেজ স্ট্রিট,সাপ্তাহিক দেশ, প্যারিস টাইমস,যুথিকা,উপানশু, প্রসাদ,সহ বহু পত্র পত্রিকায়।নিজ সম্পাদিত পত্রিকার নাম "আহোরী" ,"একালের ছিন্নপত্র"।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব, কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ,কাব্য ভাস্কর,সাহিত্য দীপক, অক্ষর সোপান কাব্য রত্ন, অক্ষর সোপান কাব্য সাথী,কবি রত্ন, কাব্য সারথি ইত্যাদি উপাধিতে ভূষিত।
 
বিশ্ববাংলা সাহিত্য পরিষদের সভাপতি ।
 
 

Social Media:


তীর্থঙ্কর সুমিত এর লেখাসমূহ