জ্যাক স্পাইসার

জ্যাক স্পাইসার সময়ের আগে জন্মানো কবি, শিল্পের পথপ্রদর্শক। জ্যাক স্পাইসারের জন্ম জানুয়ারী ৩০, ১৯২৫, লস এ্যান্জেলিসেস, ক্যালিফোর্নিয়ায়।  ১৯৪৩ এ হাইস্কুলে শেষ করে ভর্তি হন ইউনির্ভাসিটি অফ রেডল্যান্ডসে। ১৯৪৫এ জ্যাক স্পাইসার লস এ্যান্জেলিসেস থেকে এসে বার্কলে'র ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ভর্তি হন। চার বছর তিনি লিঙ্গুয়েস্টিক ও নাট্যচর্চা বিষয়ে উচ্চশিক্ষা নেন, বহুভাষাবিদ ( ইংরেজি,ফরাসি, জার্মানির, ওল্ড নরর্স, অ্যালোন-সাক্সন ) হিসাবে শিক্ষকতার পেশা বেয়ে নেন।  ১৯৪৬ এ  আমেরিকার আধুনিক কবিতা আন্দোলন "বার্কলে রেঁনেসা" আত্মপ্রকাশ করে জ্যাক স্পাইসারের নেতৃত্বে। মার্কিন কবিতা আন্দোলনে  জ্যাক স্পাইসার, রবিন  ব্লাসার এবং কবি রবার্ট ডানকান এর মাধ্যমে "বার্কলে রেঁনেসা" প্রতিষ্ঠিতি পায় কবিতার নতুন ধারার প্রবক্তা হিসাবে। 

সংক্ষিপ্ত জীবনকালে  জ্যাক স্পাইসার হয়ে উঠেছিলেন মার্কিন কবিতার কেন্দ্রীয় চরিত্র। ৬০ দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের সমসাময়িক সকল প্রগতিশীল কবিতা আন্দোলনে অগ্রনী ভুমিকায় নিজেকে সম্পৃক্ত রেখেও, সযত্নে আগলে রেখেছেন কবিতার অযাচিত অপব্যবহারের সম্ভাবণাকে। ব্যক্তিজীবনে জ্যাক স্পাইসার অসংযত, অদম্য, প্রবল প্রেরণাশক্তিতে উজ্জ্বীবিত এক সৃষ্টিশীল মানুষ। তাঁর জীবনের বৈপরিত্যও চোখে পড়ার মতো! কাব্যতাত্ত্বিক  বিষয়ে তাঁর অতিমাত্রার সংবেদনশীলতা সমসাময়িক 'আভা-গার্দ' শিল্পবীক্ষা অতিক্রম করে 'সময়ের-আগে'ই প্রতিষ্ঠা করার মরিয়া প্রয়াসই তা প্রমান করে। কবিতার মহিরুহ,উচ্চকন্ঠ, জটিল আবার একইসাথে নিভৃতচারী, ভগ্নহৃদয় একাকী, সেই কবি, জ্যাক স্পাইসার কবিতার ভুবন চিরতরে ছেড়ে চলে যান মাত্র চল্লিশ বছর বয়সে। ১৯৬৫ এর ১৭ই আগস্ট লিভার ফেইলিওর এর কারনে মৃত্যু হয় জ্যাক স্পাইসারের।

 


জ্যাক স্পাইসার এর লেখাসমূহ