প্রত্যেক মানুষেরই নিজ সমাজ -দেশের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতা থাকে, আর এ দায়বদ্ধতা থেকেই জেবুন্নেছা জোৎস্না ( জেজো) লেখালেখি করেন। নিউইর্য়কে যখন একসাথে পার্ট টাইম জব, ফুল টাইম পড়ালেখা আর দুই সন্তান - সংসার সামলিয়ে অস্থির হয়ে উঠছিলেন, তখন ছোটবেলার লেখালেখির অভ্যাস টনিক হয়ে তাকে স্ট্রেস ফ্রি করে দিত নিমিষে।
যশোর শহরের জলবায়ু -মাটিতে বড় হয়ে মাইক্রোবায়োলজীতে মাষ্টার্স শেষে ২০০৩ সালে প্রবাসী হন নিউইর্য়কে। নিজেকে প্রবাসে সম্মানজনক অবস্থায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে দশ বছর বিরতিতে আবার লেখাপড়া শুরু করেন একদম শুরু থেকে!
তিনি নিউইর্য়ক সিটি ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স এন্ড সাইন্সে এ্যাসোসিয়েট, এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে ডায়াগনষ্টিক মেডিক্যাল সনোগ্রামে ব্যাচেলর করে বর্তমানে হসপিটাল এবং ফিজিশিয়ান অফিসে কর্মরত আছেন একজন ডায়াগনষ্টিক একোকার্ডিওগ্রাম স্পেশালিষ্ট হিসাবে।
দেশ এবং প্রবাসের বিভিন্ন পত্রিকায় তিনি কবিতা, গল্প, প্রবন্ধ-আর্টিকেল লিখে চলছেন নিয়মিত গত সাত বছর ধরে। তার প্রিয় বিষয় কবিতা, আগামী বছর তার প্রথম কবিতার বই প্রকাশের ইচ্ছে আছে, ‘ শ্বাপদ যায় হেঁটে” নামে — যেখানে কবিতারা প্রেম- দ্রোহ আর মানবিকতার কথা একই সাথে উচ্চারণ করে।