জিল্লুর রহমান শুভ্র

জন্ম: ১৯ মার্চ, ১৯৬৪ নওগাঁ জেলার ধামইর হাট থানাধীন ইশবপুর ইউনিয়নের রাংগাল ঘাট গ্রামে। ছিলেন স্কুলের মেধাবী ছাত্র, কিন্তু কলেজে গিয়ে জড়িয়ে পড়েন বাউণ্ডুলেপণায়। লেখাপড়ার গতি হয় ব্যাহত। দুর্ভাগ্য তাকে তাড়া করে ষাড়ের মতো। পালিয়ে আসেন। ঢাকায়। জীবন ও জীবিকার তাগিদে পার হন এক এক করে অনেক বৈতরণী। কিন্তু থিতু হননি কোথাও। কিছু একটা হওয়ার তাগিদ অনুভব করতেন সেই শৈশব থেকে। সেই তাগিদ থেকে তুলে নেন কলম। শুরু করেন লেখালেখি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এ জগত তার জন্য মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না।
অ্যাগোরাফোবিয়া ও আত্মশ্লাঘায় নির্মোহ এই লেখকের লেখায় প্রচুর সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট। তিনি লিখে যাচ্ছেন অবিরাম। তিনি বই পড়তে ও গান শুনতে ভালোবাসেন।

Social Media:


জিল্লুর রহমান শুভ্র এর লেখাসমূহ