চন্দনকৃষ্ণ পাল

চন্দনকৃষ্ণ পাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামে ১৯৬৫ সালের ১লা মে তারিখে জন্ম গ্রহন করেন। পিতা নীরোদ রঞ্জন পাল,মাতা শেফালী পাল শেলী। ১৯৮২ সাল থেকে লেখালেখি শুরু। কিছুদিন সাংবাদিকতা করেন। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে উপ-পরিচালক (অর্থ) হিসাবে কর্মরত আছেন।১৯৯২-৯৩ সালে লিটলম্যাগ ‘দ্রষ্টব্য’র সাথে জড়িয়ে পড়েন। সম্পাদনা করেছেন ছড়াপত্র প্রবাহ, চান্দ্রেয়ী, একফর্মা ছড়াপত্র, কবিতাপত্র নৈ। বর্তমানে সম্পাদনা করছেন ছড়া বিষয়ক লিটলম্যাগ ‘ছড়াপত্র’। প্রকাশিত গ্রন্থঃ ‘ভূতের নাম তিড়িং বিড়িং,", ’‘আকাশ নীলে হলুদ পাখি’‘, "ঘাসফড়িঙের নয়টি পা’", "গিট্টুমামার সাধু দর্শন’‘গিট্টুভূত ও তিড়িংবিড়িং’‘উপমার বাঘমামা’ ‘কালো দানবের পাতাল যাত্রা’ ‘ছোট্ট হাতের লম্বা কান্ড’এবং ‘অবশেষে চৈত্র অন্তিমে’ ‘প্রিয় ৫০’ ‘ছন্দে ছড়ায় আড্ডাঘর’ ‘এই সেই করো না ঐ হাসে করোনা’ ‘স্বপ্নের মানুষটা সামনে দাঁড়িয়ে’। সম্পাদিত গ্রন্থ ‘শ্রীহট্টের সূর্য সন্তান’।আশির দশকে ছড়া পরিষদ,সিলেট পুরস্কার লাভ করেন।

Social Media:


চন্দনকৃষ্ণ পাল এর লেখাসমূহ