গওহর গালিব মূলত গল্পকার। উপন্যাস ও শিশুসাহিত্য লিখলেও গল্প লেখাতেই তাঁর আনন্দ অপার।
গওহর গালিব মনে করেন মানুষের জন্য জীবনের চেয়ে শ্রেষ্ঠতর উপহার আর কিছুই হতে পারে না।
তাই ব্যক্তি মানুষের জীবনাভিজ্ঞতাকে তিনি দারুণ শ্রদ্ধা ও উপভোগ করেন। লেখক হিসেবে মানুষই তাঁর কাছে একমাত্র আরাধ্যের বিষয়।
গওহর গালিবের জন্ম ও বেড়ে ওঠা বৃহত্তর রংপুরে। কর্মজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
লেখালেখি ও শিক্ষকতার পাশাপাশি গওহর গালিব পরিচালনা করেন "কথকের জার্নাল"[KATHOKER JOURNAL ] নামে একটি ইউটিউব চ্যানেল। সাহিত্য -শিল্প-ইতিহাস বিষয়ক এ চ্যানেলটি পরিশ্রমলব্ধ দারুণসব কনটেন্ট নিয়ে কাজ করে চলছে।
এছাড়াও গওহর গালিব চিত্রনাট্য রচনা ও নাটক পরিচালনার সঙ্গেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
গওহর গালিবের সাহিত্যকর্ম:
উপন্যাস : স্বদেশ- সারথী,দ্বীপান্তর।
গল্পগ্রন্থ : চেনাতে অচিন,শেকড়ের ঘ্রাণ,চৈতন্যপুর,অগণন গল্পের স্বর।
শিশুসাহিত্য : মহাবীর আয়ান,বাহাদুর কাকা,পুরান ঢাকার গল্প, এক যে ছিল বুবুন।