কৌশিক চক্রবর্ত্তী
মূলত কবি ,পেশায় কম্পিউটার সাইন্স এবং টেকনোলজির অধ্যাপক। কারিগরি স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ করেন 2009 সালে। এপার বাংলা ও ওপার বাংলার বিভিন্ন পত্রিকা এবং কাগজে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে তাঁর কবিতা ও প্রবন্ধ। বর্তমানে কলকাতার 'কবিতার আলো' ট্যাবলয়েডের সহ সম্পাদক।
কবিতার জন্য পেয়েছেন একাধিক সম্মান। কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(2018) কবি আর্যতীর্থ সম্মান, কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (2019) তার মধ্যে অন্যতম। প্রকাশিত যৌথ কবিতা সংকলন হল 'তেরো'(আত্মজা প্রকাশনী, ২০১৭) এবং 'চারবাক'(অসময় প্রকাশনী, ২০১৮)। একক কাব্যগ্রন্থ 'আরেকটু নৈঃশব্দ্যের দিকে' (অসময় প্রকাশনী, 2019), অভিযোগ ও দাফনপ্রক্রিয়া (চক্রবর্তী অ্যান্ড সন্স পাবলিকেশন, 2020)।