কে রায়েন

কে রায়েন।। কে রায়েন পড়লে মনে হয়- কবিতায় অলঙ্কার, ডৌলনকশা, ফেনার কোন ব্যাপার নাই, একদম কেন্দ্রীয় কথাটি বলা-ই তার কাজ। অবলোকনের দিক থেকে রায়েনের কবিতা এমিলি ডিকিনসন, বা ম্যারিয়েন মুর-কে মনে করিয়ে দেয়, কিন্তু তিনি আরো সুনির্দিষ্ট, মামলা মোকদ্দমার ধারাক্রম, আইনি মারপ্যাঁচ কিছুই নাই- কেবল আছে হাশরের দিনে বিচারের চূড়ান্ত রায়। কবিতা সম্পর্কে সাধারণভাবে পাঠকের যে একটি রোমান্টিক, শ্যাওলাপড়া অভিব্যক্তির প্রত্যাশা থাকে- কে রায়েনের কবিতা তার বিপরীত অঞ্চলের অধিবাসী; নিজের সম্পর্কে নিজের কথাটিও চাক্ষুষ বড়- আমি কতোদূর কী কবি- তা জানি না- আমি হুইসেল বাদক। তাঁর কবিতা এতোটাই যুক্তিহীনভাবে নিজস্ব যে মনে হয়, এই কবিতা নদীর ফুফাতো বোন- কারো কাছে দয়াদাক্ষিণ্যের অপেক্ষা করে না সে- নিজেই প্রাতিস্বিক ধ্যানে, অগ্নি ও বিবেকে নিজের পথ কেটে বেরিয়ে যায়।

কে রায়েন ১৯৪৫ সনে ক্যালিফোর্নিয়ায় জন্মেছিলেন, এখনও পথ কেটে যাচ্ছেন।


কে রায়েন এর লেখাসমূহ