কাবেরী আইচ

১৯৭৮ সালে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটের সন্নিকট সুপরিচিত নন্দনকাননে জন্ম। ছোটবেলা হতেই নাচ গানে হাতেখড়ি ঐতিহ্যবাহী আর্যসংগীত বিদ্যাপীঠে। শ্রীযুক্ত অজিত কুমার আইচ রত্না মজুমদারের প্রথম কন্যা তিনি। বাবা একজন স্বনামধন্য শিক্ষাবিদ একই সাথে মাও একজন সুপরিচিত আদর্শ শিক্ষিকা। বাবার গড়া বিশাল পারিবারিক গ্রন্থাগার সাংস্কৃতিক পরিবেশে তার বেড়ে ওঠা। অপর্ণা চরণ স্কুল এরপর হাজী মুহাম্মদ মহসিন কলেজে এবং সরকারি কমার্স কলেজ হতে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। পাশাপাশি বোধন আবৃত্তি স্কুল হতে আবৃত্তি শিক্ষা, জাপানি ভাষা, ফরাসী ভাষা শেখেন। ফটোগ্রাফি, আঁকা ভ্রমণ তার ভীষণ প্রিয় বিষয়। জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম হতে তিনি চারুকলা কোর্সও সম্পন্ন করেন। এরপরে শর্টফিল্ম ডকুমেন্টারি কর্মশালা কোর্স সম্পন্ন করার পর তিনি অভিনয় নির্মাণে আসেন। জড়িত আছেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, চট্টগ্রাম একাডেমি, খেলাঘর, রেডক্রিসেন্ট, ফিল্ম এ্যাপ্রিসিয়েশন সংস্থা এবং আরো অনেক মানবিক সংগঠনে নিজেকে নিয়োজিতো রেখেছেন। আপাতত, অভিনয়-আবৃত্তি-উপস্থাপনা-লেখালেখি তে সময় কাটান মনের আনন্দে। লেখালেখির চেয়ে বড় বড় সাহিত্যিক, কবি কলামিস্টদের লেখা পড়তে ভীষণ ভালোবাসেন। এরমধ্যে কখনো কখনো ভাবনারা খাতার লেখায় চলে আসে। সিনে তারুণ্য নামে একটি শর্টফিল্ম ডকুমেন্টারি মেকিং গ্রুপ আছে। চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য তিনি। চট্টগ্রাম একাডেমি' সাধারণ সদস্য। রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। বিশ্বসাহিত্য কেন্দ্রের সাধারণ সদস্য।

Social Media:


কাবেরী আইচ এর লেখাসমূহ