করবী মুখোপাধ্যায়

জন্ম ও বেড়ে ওঠা উত্তর কলকাতার একান্নবর্তী পরিবারের সাংস্কৃতিক আবহে। বই পড়ার আগ্রহ তৈরি হয় অল্প বয়সে ।
'হাস্যকর তোমার অতীত-হাস্যকর তোমার ভবিষ্যত' - সত্তার গভীরে এই বোধ তাড়িয়ে বেড়ায় কলেজ জীবনে- তখন সাল ১৯৭৫-৭৬,সুতরাং সত্তরের বুদ্ধিদীপ্ত উন্মাদনার চলচ্ছবি প্রতিনিয়ত জীবনবোধকে ঠেলে দিয়েছে একটু প্রান্তিকতার দিকে -সেই সময় থেকেই কলমের দীক্ষা ।
    

বর্তমান সময়ে সরকারী হাসপাতালের উচ্চতর পদে কর্মরত থাকার শতব্যস্ততাও অন্তর্মুখী কবিচিত্তের বিনাশ ঘটাতে পারেনি , প্রাণবায়ুর অস্তিত্ব যে সেখানেই - বিভিন্ন লিটল ম্যাগাজিনের পাতায় তাদের অবস্থান ।।




 

Social Media:


করবী মুখোপাধ্যায় এর লেখাসমূহ