এরনান্দো তেইয়েথ (Hernando Tellez, ১৯০৮-১৯৬৬)
জন্ম কলম্বিয়ার বোগোতা শহরে। অল্প বয়সেই যোগ দেন সাংবাদিকতায় ।
যুক্ত ছিলেন কলম্বিয়ার বেশ কিছু পত্র পত্রিকার সঙ্গে। সেই সময় গৃহযুদ্ধ ও সামরিক অভ্যুত্থানের ফলে দেশের জনজীবন ছিল বিপর্যস্ত।
সাংবাদিকের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা ও সংবেদনশীল মন তাঁর কলমে ফুটিয়ে তুলে্ছে সাধারণ মানুষের দুর্দশার ছবি।