কবি মোহাঃ আব্দুল ওয়াজেদ ( লেখক নাম এম এ ওয়াজেদ ) ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর নওগাঁ জেলার সাপাহার উপজেলার জবই গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ পিতার নাম মোঃ মকবুল হোসেন এবং মাতার নাম মোসাঃ মরিয়ম বিবি। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৭ সালে বৃত্তিসহ এলএল.বি (অনার্স ) এবং ১৯৯৮ সালে এলএল.এম পরীক্ষায় উত্তীর্ণ হন ৷বর্তমানে তিনি নিজ জেলা নওগাঁ এডভোকেট বার সমিতিতে নিয়মিত এডভোকেট হিসেবে কর্মরত আছেন ৷ছোটবেলা থেকেই কবি কবিতা , প্রবন্ধ লিখতে থাকেন ৷ তবে কবিতাই নেশা ৷ ইতোমধ্যেই তিনটি কাব্যগ্রন্থ " আলোকের ঝরনাধারা " প্রকাশকাল অক্টোবর ২০২০ , " অদ্ভুত আঁধার চারদিকে " প্রকাশকাল নভেম্বর ২০২০ " প্রভাতের পুষ্পসুবাস " প্রকাশকাল অমর একুশে বইমেলা ২০২৩ কারুবাক প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে ৷ এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা ও জার্নালে একশত পঞ্চাশ এর অধিক কবিতা প্রকাশিত হয়েছে ৷