উম্মে সালমা আলম লীনা মূলত কবিতা ও অনুবাদে নিজস্বতা খুঁজে পেয়েছেন। সাহিত্য ভিত্তিক দ্বিবার্ষিক প্রকাশনা মনসুনলেটারস-এ তার কবিতা প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই কবিতা লিখে থাকেন। অনুবাদও এই দুই ভাষায়ই করে থাকেন। অনুবাদ এর মধ্যে উল্লেখযোগ্য সেলিনা হোসেন এর গল্প “ক্ষতিপুরণ” এবং রিচারড ও কনেল এর “ The Most Dangerous Game”. পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে।