আরিফ চৌধুরী

আরিফ চৌধুরী 

কবি ও প্রাবন্ধিক
 
জন্ম: ১৭ জানুয়ারি,১৯৬৪, চট্টগ্রামে।
আশির দশকের কাব্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী।প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৮৩ সালে দৈনিক আজাদীতে।কবিতা লেখালেখির প্রধান বিষয় হলেও প্রবন্ধ,নিবন্ধ,ছাড়াও গবেষণাধর্মী৷ নানান বিষয়ে  লেখালেখি করেছেন নিয়মিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে।
 
প্রকাশিত কাব্য গ্রন্থ: জলসিঁড়িতে একা(২০০৯), ও শূন্যতায় জলের পান্ডুলিপি (২০১৩)।সম্পাদনা: নোঙর(১৯৮৮),  কালধারা ছড়া সংখ্যা (২০০৬)। বর্তমানে অবিনশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদনার সাথে জড়িত আছেন দীর্ঘদিন ধরে। প্রকাশিতব্য কাব্য গ্রন্থ: লাজুক ফুলের ঘ্রাণ (২০২৫).।

Social Media:


আরিফ চৌধুরী এর লেখাসমূহ