অনুপ দাশগুপ্ত

অনুপ দাশ গুপ্ত ১৯৭৩ সালে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন দক্ষিণ দেওয়ান পুর গ্রামে জন্ম গ্রহন করেন। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ষ্টার মার্ক নিয়ে উর্ত্তীর্ণ হন। ১৯৯৮ ও ২০০০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রীতে প্রথম শ্রেণীতে প্রথম স্হান অর্জন করেন।পরবর্তীতে আইইউবি,ঢাকা থেকে ব্যবসা প্রশাসনে কৃতিত্বের সাথে এমবিএ পাশ করে। পেশাগত জীবনে তিনি ২০০১ সালে ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠানে কর্ম জীবন শুরু করেন।বর্তমান আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠানে ডি জি এম হিসেবে কর্মরত আছেন। ছোট বেলা থেকে বিজ্ঞান ও বিশ্ব সাহিত্যের প্রতি প্রবল ভালোবাসার কারণে,বিশ্ব সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে প্রচুর পড়াশোনা করেন।বই পড়া তার একান্ত ভালবাসার জায়গা ও শখ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকা দেনিক আজাদী ও অন্যান্য পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখে যাচ্ছেন।পেশাগত কারণে মালেশিয়া, শ্রীলংকা ও ভারত থেকে টেক্সটাইল ডাইং,লীন সিক্স সিগমা এবং ম্যানুফেকচারিং বিষয়ে উন্নতমানের প্রশিক্ষণ নেন।শখের বশে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

Social Media:


অনুপ দাশগুপ্ত এর লেখাসমূহ