জলধি
/ কবিতা
/ সুব্রত চৌধুরীর ছড়া
সুব্রত চৌধুরীর ছড়া
ডিসেম্বরের ষোল
ডিসেম্বরের ষোল
ডিসেম্বরের ষোল তারিখ
সবাই ফেরে বাড়ি,
মায়ের খোকা ফেরে না তো
দিল বুঝি আড়ি ।
যুদ্ধে গেছে মায়ের খোকা
নিশানটাকে আনতে,
মায়ের খোকা আসবে না আর
তোমরা কী কেউ জানতে ?
মুক্তি সেনা ফুঁকে শিঙা
বাজে রণতূর্য,
বুকের রক্তে আনে খোকা
স্বাধীনতার সূর্য।
মায়ের খোকার মুখটি ভাসে
লাল সবুজের নিশানে,
বিজয় দিনের খুশে মাতে
মজুর যুবা কিষাণে ।
অলংকরণঃ তাইফ আদনান