জলধি / কবিতা / সুদীপ্ত বিশ্বাসের তিনটি কবিতা
Share:
সুদীপ্ত বিশ্বাসের তিনটি কবিতা
সুবিচার
আদালতে বিচার চাইছে
কবর থেকে উঠে আসা একদল ধর্ষিতা
রাস্তারা মাথা নীচু করে আছে
পাশ দিয়ে হেঁটে গেল দুটো আলোক স্তম্ভ
জমা হয়েছে কয়েকটি নীল চোখের ঈগল
মধ্যযুগীয় ট্রামে চেপে বাড়ি ফিরছে শহর
ছোট্ট পৃথিবীকে নিয়ে উড়ে চলেছি
বাতাবি উরুর মত চাঁদের গা থেকে ঝরে পড়ছে সুবিচার

নদী

গাছ-পাখিরা উধাও হল যেই
চমকে দেখি কেউ তো পাশে নেই।

ভাবতে বসে একলা-একা আমি
অনেকখানি মনখারাপে থামি।

নদীর বুকে উঠছে কত ঢেউ
এমন একা বাঁচতে পারে কেউ?

অভিমানেরা পাহাড় হলে জমে
ভরিয়ে দিও ভালোবাসার ওমে!

দুঃখ পুষে লাভ কী আছে কিছু?
তাই তো ছুটি নদীর পিছুপিছু।

নদীর বুকে গভীর কত ঢেউ
সাঁতার কেটে তল পেয়েছে কেউ?


অনুরাগ

যে ফুল ঝরেই গেছে
কী হবে তাকে মনে রেখে?
নতুন কুঁড়ি ফুটুক
নতুন সূর্য উঠুক
নতুন ভোরের ছবি নাও এঁকে। 

বয়ে চলুক নদী
সেই ঝরা ফুলের স্মৃতি
তবু্ও ফিরে ফিরে আসে যদি

যতই জ্বলুক আগুন দাউদাউ
ঝরা ফুল বেঁচে থাকে
কোথাও না কোথাও...



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন