জলধি
/ কবিতা
/ শেলী সেলিনার কবিতা
শেলী সেলিনার কবিতা
হৃদয় পটে লেখা
গল্প কথা নয় - গো সোনা
সত্যি কথা বটে
একাত্তরের মহান বিজয়
লেখা হৃদয়পটে।
দেশের জন্য রক্ত দেয়া
নয়- তো এতো সোজা -
বড় হয়ে বই পড়ে সব
যাবে তোমার বোঝা।
সেই লড়াইয়ে কত মায়ের
কোল হয়েছে খালি
কাঁদতে কাঁদতে বোনের চোখে
পড়লো শোকের কালি।
তিরিশ লক্ষ প্রাণের দামে
পেলাম স্বাধীনতা -
ইতিহাসের পাতায় আছে
লেখা সেসব কথা।
গল্পকথা নয় -গো সোনা
রক্তে লেখা গাথা-
সেই কাহিনি শেষ হবে না
লিখেও হাজার পাতা।
অলংকরণঃ তাইফ আদনান