জলধি
/ কবিতা
/ শর্বরী চৌধুরীর তিনটি কবিতা
শর্বরী চৌধুরীর তিনটি কবিতা
বীজ
জীবনের উষরতা বা মৃত্যুর ;
বড় সহজ পবিত্রতা জড়ানো।
অতিথি পাখির ডানা আহত করে,
চিনে নিই জন্ম দোসরকে।
আত্মদর্শনের মরীচিকা পার হয়ে
পৌঁছই ফসলের খেতে।
বীজ বোনা শেষ হলে ডুবে
যাওয়া আরেক আঁধারে।
প্লাবন
লিপ্ত মেঘেরা খোঁজে অবসর।
অলকার হৃদিপথে ভেসে যায় সুবর্ণ বলাকা।
প্রেম-তুমি কি জন্ম-অপরাধী? যন্ত্রণা -মুগ্ধতা?
পৃথিবীর প্রতি কোণে ছড়িয়ে দাও যাতণা-পুরাণ !
যদি পারো, অনন্তের আস্বাদ আনো জীবনে ;
নতুবা অনিবার্য প্লাবনের ইতিকথা।
ভষ্ম
নিষ্পাপ শবের কান্না মেরুস্পর্শী।
আগুন জ্বলবার পর থাকে শুধু জল।
জানালা খুললেই গাড়ির আওয়াজ।
শববাহী শকট যায় দ্রুত গতিতে।
ছড়ানো খইয়ের দানা খুঁটে খায় পাখি।
চুল্লির উত্তাপে যতক্ষণে ভষ্ম দেহ, ততক্ষণে
পুড়ে ছাই স্মৃতি-বিস্মৃতি আর আনন্দ-বিষাদেরা।
অলংকরণঃ তাইফ আদনান