জলধি / কবিতা / রোকন রেহান এর তিনটি কবিতা
Share:
রোকন রেহান এর তিনটি কবিতা
ধার্মিক অধার্মিক

মোনাফেক কিন্তু একজন আলেমও হতে পারে?

                      - একজন জালেমও হতে পারে?

নাফরমান কিন্তু  একজন আলেমও হতে পারে?

                        - একজন জালেমও হতে পারে?

যেহেতু তারা মানুষ, আর মানুষ মাত্রেই ভুলে ভরা জীবন

অতঃপর প্রায়ঃশ্চিত্ত ! এর বাইরে কোন  বিষয় নেই।

ছোট ছোট মিথ্যা, ছোট ছোট ভুল, সবশেষে ক্ষমাপ্রার্থনা।

 

অন দ্যা ব্যাংকস অব রেড সী, লোহিত সাগরের তীরেঃ

বারটি গোত্রের বার রকম মানুষ অপেক্ষমান! কি চায় তারা?

অলৌকিক নদী পার,

তারা তো সবাই এক ইশ্বরে বিশ্বাসী!, তারা তো আস্তিক!

তবুও কেন তারা আলাদা আলাদা!

তবে কি বংশ গৌরব, জাতিভেদ প্রথা ধর্মে সামিল?

অমূলক নয় দেশপ্রেম, মাতৃভূমি অথবা তার আচার।

 

আমি তো বাঙালী আমি তো মুসলিম!

আমি তো ভন্ড নই অথবা নাস্তিক, অবাধ্য নই  স্বীয় আচারে

তবুও কেন বার বার আমাকেই দিতে হয় কৈফিয়ত ---

তোমার বিচারে!!


হৃদয়বাদী

হৃদয়বাদী মানুষের কাছে হৃদয়ই বড় ধর্ম

অন্য কিছু নয়!

হৃদমাখা ভালোবাসায় সকল কর্মে জয়।।

 

বেঁচে থাকার নিত্যদিনে, হৃদয় বিজ্ঞ সংগী

অহেতুক হয়োনাকো কারো মুখাপেক্ষী।।


মানুষ এখন

মানুষ এখন ক্লান্তিবিহীন মিথ্যা কথা বলে,

যখন তখন নিত্য নতুন মেকি রূপের ছলে।

বলে এবং দল পাকিয়ে- শানে নজুল করে,

আর, সে কথার অর্থ খুঁজে আমজনতা মরে।।

 

আমজনতা সাধ্য কি তার কূটকৌশল বোঝার,

নূনে ভাতে বেঁচে থাকাতেই দিন যে তার কাবার।

শিশু জীবন সরল জীবন ছিলোনা এত জ্বালা,

বড় হয়ে শুধূ হাতড়াই নকল প্রেমের ডালা।

 

ক্ষুধার রাজ্যে বেড়ে ওঠার কষ্টক্লিষ্ট চাপে,

মানুষ এখন কাজের মূল্য অর্থ দিয়ে মাপে!!



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন