জলধি / কবিতা / রুশো আরভির কবিতা
Share:
রুশো আরভির কবিতা
শব্দের শরীর
তুই শব্দগুলোর চামড়া ছিঁড়ে দেখেছিস কখনো?
সেখানে রক্ত নেই, শিরা-উপশিরা নেই,
তবু তারা কাঁপে, তবু তারা আঘাত করে।
তুই কি জানিস, একেকটা শব্দ একটা সমাজ,
একটা সভ্যতা, একটা ইতিহাস হয়ে দাঁড়ায়?
 
তোর বুকে 'স্বাধীনতা' শব্দটা গেঁথে দিলে
তুই বেঁচে থাকবি না, তুই মরবি না,
শুধু একটা শব হয়ে
কবরে শুয়ে থাকবি চিরকাল।
কিন্তু 'ধর্ম' শব্দটা ছুঁয়ে দিলে
তুই কি আসলেই ভয় পাচ্ছিস?
তোর ঈশ্বরেরা কি শব্দের ভেতর বাস করে?
 
তুই শব্দের বীজ বুনে দেয়ালে ফুল ফুটাতে পারিস,
আবার সেই ফুলের রঙ বদলাতে পারিস তোর মর্জিমতো।
তুই একদিন দেখবি,
শব্দগুলো মানুষের চেয়ে বড় হয়ে গেছে।
তারা আমাদের শাসন করবে,
আমাদের অস্তিত্ব গিলে খাবে।
আমরা হয়তো কঙ্কাল হয়ে দাঁড়িয়ে থাকব,
তাদের ছায়ায়।
 
তুই শব্দগুলোকে হাতিয়ার বানাবি, নাকি মন্ত্র?
তোর হাতে, শব্দের ভবিষ্যৎ।


অলংকরণঃ তাইফ আদনান