জলধি / কবিতা / মৃণাল বসুচৌধুরীর তিনটি কবিতা
Share:
মৃণাল বসুচৌধুরীর তিনটি কবিতা
অদৃশ্য পাঁচিল 

কিছু কৃতজ্ঞতা আমি 

কিনে  এনে    রেখে দিই বাহির বাগানে

তুমি তাকে ভালোবাসা  ভেবে

ছুটে  যাও অন্দরমহলে

পুরনো চিঠির ভাঁজে   জমে থাকা

 মিষ্টি  কোন দাগ  নিয়ে

উচ্ছ্বাসবিহীন  

সারাক্ষণ খুঁজে ফেরো লুকনো ভ্রমর

 

গোপন ঝর্ণার কাছে ফেলে আসা পুরনো শপথ

মাধবীলতার ঋণ

বিতর্কিত সুখ

আর কিছু  যাপনঅভ্যাস জানে

নিঃশব্দে কিভাবে পোড়ে

                   সহবাস

                  স্মৃতিমাখা   স্বপ্নময় শোক

মায়াবী চৌকাঠ কিংবা মেঘের আড়ালে

                কিভাবে  দাঁড়ায়  এসে

                     অদৃশ্য পাঁচিল


জল মানে জলপরি

জল ভালোবাসো তাই

সমস্ত রাস্তাই আজ

                 নদী হয়ে তোমায় ঘিরেছে

 

জল মানে জলপরি

                      অনন্তের দিশা

অমৃতমন্থন  

                  সর্বনাশা ঝড়

ধর্ম কিংবা  মেঘের জীবন

উত্তাল সমুদ্র নাকি মুগ্ধ জলাধার

                এ সমস্ত নিয়ে 

                           একবার তর্ক হয়েছিল

হারজিত মনে নেই

বিষণ্ণ স্রোতের সঙ্গে

                        ভেসেছিল সমস্ত যোজনা

হরিণের চামড়ায় মোড়া কারুকাজ

                                     শীর্ণ ইহকাল

তোমার সুখের জন্য

সমস্ত রাস্তাই আজ নদী হয়ে আনন্দ মেখেছে


ভুল শব্দে 

   ভুল শব্দে ভেঙে যায় সমস্ত নির্মাণ

ভাঙে স্বপ্নসিঁড়ি

                  স্মৃতিসৌধ

ধ্বনিময় বিষণ্ণ দেওয়াল

ভাঙে মুগ্ধ বাতায়ন

বিমূর্ত আড়ালে  থাকা সমুদ্রের ছবি

                                        মায়াবী ছাতিম

পবিত্র ভাষার ওমে

যে  মানুষ শিশু থেকে  বৃদ্ধ হয়ে ওঠে

                           নিঃসঙ্গ নিশ্বাসে

                           সেও আজ পরিখা পেরোয়

                                   অসময়ে সূর্য ডোবে

                                   চাঁদ আর ফিরেও আসে না

                                   ভুল শব্দে সব সর্বনাশ



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন