জলধি / কবিতা / মনিরুজ্জামান প্রমউখ এর তিনটি কবিতা
Share:
মনিরুজ্জামান প্রমউখ এর তিনটি কবিতা
ভাবুক-টা 
ডুবন্ত, ভাসন্ত করে করে- পরিকল্পনা-টা যায়- পেছনে । 
রাত্রি'র ভেতরে- ডুবে থাকে, স্বপ্ন-চাঁদ ভাগ ভাগ । 
মাঝে'র দিনে পড়ে গেলো- বিজয়ে'র নিকেতন । 
শীতে'র জোরাজোরি-তে ঘুম-ঘনো প্রভাতী 
সকাল দুপুরে'র কানমলে । 
সিদ্ধান্ত পাকা নয়- রাত্রি'রই । 
দিবসে'র ভেতরে লুকানো- অগ্রিম পাওনা যা । 
তা পলিথিন মোড়ানো- হয়ে রইলো । 
ভাবুক-টা যে- গিয়েছে, সন্ত্রে'র খোঁজে দু-দিনে'র ।। 

দৃষ্টি'র পিপাসা 
মানুষে-রা দিব্য-চোখে যা- দেখে । তা- জীবনে'র আগাছা ভেবে- সরিয়ে রাখে, অ-দিব্য কৌতূহলে'র আড়ালে । যেনো- আনন্দ-টা, খোরাক-টা, অভিনিবেশ-টা সরলে'র পথে, হেঁটে আসতে'ই পারে-না ! 
 
পিঁপড়া যে- প্রকৃতি'র দান হতে, পাওয়া- রিযিক তড়িৎ ভক্ষণে, বিবধবা না হয়ে- সঞ্চয়ে'র মেহবুবা গড়ে । এ কথা- মানুষে'র স্থির-মজ্জা হয়-নি, এখনো ! কাঠ-ঠোকরা'-র ঠোকর-শৈলী আজও মানুষে'র অ-পড়া ! প্রেমে'র বৈধ বুথ-গুলো খালি রেখে'ই অ-বৈধে কান কাটে, কাটে মস্তিষ্ক ! 
 
তাই, আমাদের ঘর-গুলো সোনার হয়-না, কখনো ! মজলিস মজলিস করে, কেটে যায়- দিনযাপনে'র গ্লানি । সারা মহব্বতে'র পাল-তোলা নৌকা-গুলো দুমড়ে-মুচড়ে যায় অ-থৈই জলে'র কান-খোয়ায় । 
 
এভাবে'ই কী- কেটে যাবে- নির্বাসনে, জীবনে'র ভেলা ? মানুষে'র জীবনে'র রোদ-গুলো এবার- শুকিয়ে নিক, মরিচিকা'র ঠেলা । 
রাত্রি'র সনাতনে- জেগে উঠুক, তবে- ঐশ্বরিয়া মেলা । পাড়ে'র অপেক্ষায়- স্বাগত হোক- দৃষ্টি'র পিপাসা ।। 

এক-মাত্র নিড়ান 
তারে'র অভাব নেই । 
কিন্তু- যুতে'র অভাব । 
অভাবে'র চারপাশ ঘুরে-ফিরে 
জোড়া-তালি'র শ্রম-সাধ্য 
পর্ব খাপিয়ে, নিড়িয়ে-  
মেলে-না, মনে'র তারিফ সমান । 
এ-পাড়েও অলস, ও-পাড়েও নিরস । 
সান্তনা হয়ে- ঝুলে থাকে, 
ধন্য-আবাদ'ই এক-মাত্র নিড়ান ।। 


অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন