জলধি / কবিতা / মনিরুজ্জামান প্রমউখের তিনটি কবিতা
Share:
মনিরুজ্জামান প্রমউখের তিনটি কবিতা
বিরহ জমা 

প্রবাহ সবার অন্তরে 

জিয়ানগরের বাসিন্দা  
নগরের ধুলায় মিশে থাকে 
স্থানান্তরের প্রবেশিকা 
কিন্তু নগরের প্রেমে জুড়ে থাকে 
অনন্তের স্থিরক্ষুধা। 
 
বৈরীতার অনুকূল, প্রতিকূল 
তার হাওয়ার কলিজা 
খুঁটে খুঁটে অন্তলীন করে 
অদৃশ্যগত সকল পর্দা 
একবারের দর্জি হৃদয়ের 
পোষাক কাটে বারবার 
জানেনা প্রেমের সব খেলায় 
বিরহ জমা অন্তসার। 

মিশ্রণঘাট 

পরিবেশের উত্তপ্ত খামে 

চিঠির সুরম্য মন প্রণোদনা নেই 
যাপিত বিদ্যমান সকল তরঙ্গে 
ছারপোকার অসঙ্গতি কুটকাট। 
 
রণতরঙ্গের এই হালে 
ব্যাপণের নৎসাৎ 
কেবল বিধির হাতের 
অবিন্যস্ত কারুকাজ 
পারেনা মিমাংসার রক্ষাকবচ 
পড়িয়ে দিতে খামে 
ছটফট, বিবর্ণ বিদ্রুপ, 
জ্বলন বিব্রত তার মিশ্রণঘাট।

 বাঁচে একা 
একটা অছুট প্রেম জমা হোক 
হৃদয়ের পাতায় অসময়ের দিলবর্ষাতে।   
মরে যাক পুরোনো সব আদ্রতার শ্লোক 
অবনিবনা নির্যাসসমূহ ইতিরসের নাগবহরে। 
 
হৃদয়ের অকিরণ ঢেউগুলো পূণরায় 
তীর খুঁজে পাক নতুনের অনাবিল মহল্লায়। 
গড়ে উঠুক আরেকটি একাগ্র প্রেম সভ্যতা 
নীলিমার নীল বাহারে মানুষ প্রত্যেহ বাঁচে একা। 


অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন