জলধি / কবিতা / মনিজা রহমানের কবিতা
Share:
মনিজা রহমানের কবিতা
স্বাধীনতা

 

পেয়ারা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছি প্রাচীন গ্রিলের জানালায়

তোমাকে দেখব বলে।

বলেছিলে তুমি পরে আছো পানপাতা পাঞ্জাবি

বলেছিলে,  অশ্বত্থ-বট-মহুয়া আর সূর্যমুখী রোদে তুমি আছো

আছো লাউফুলে সজনে-ডালে কলাপাতায়

আছো পুকুরের পানায়, আছো শালিকে-কোয়েলে-ধানবীজে।

 

আমার নিরন্ন দিনে তুমি আছো,

আমার পরিপাটি নখে, তিলোত্তমা চুলে তুমি আছো

আছো চোখের পাতায় আর নাকফুলে।

প্রেমাসক্ত শব্দগুলো ঠোঁটের ওপর বসে থাকে সুগন্ধী রুমাল হয়ে,

সেখানেও তুমি আছো

আমি জানি তুমি আছো পতাকায় ও আমার পুনশ্চ লাল টিপে।

 

তুমি আমার ৫৩ বিকেলের অর্জুন, পুরুষকার প্রাত্যহিক

তুমি আমার না-ঘুমানো রাত, অন্তহীন অপেক্ষা

তোমাকে খুঁজি আলোর ব্যবচ্ছেদে, বিকেল ৪টা ৫৫ মিনিটে।

আমি জানি  তুমি বাতাসের মতোই বাস্তব। আমি নিশ্চিত

একদিন ঘুমন্ত ভোরে শিশিরের মত নিঃশব্দে এসে ডাক দেবে –

                                               দ্রৌপদী দ্রৌপদী।

   


অলংকরণঃ তাইফ আদনান