জলধি
/ কবিতা
/ বিনয় বর্মনের কবিতা
বিনয় বর্মনের কবিতা
এও এক ধরণের মুক্তিযুদ্ধ
তোমরা যুদ্ধের কথা বলো
তোমরা মুক্তির কথা বলো
সব যুদ্ধ ঘটে না ময়দানে
সব মুক্তি আসে না অনায়াসে
ফুলকলি রোদ বৃষ্টি ঝড় পোকামাকড়ের
কামড় সহ্য করে টিকে রইলো
তারপর একদিন সব বাঁধা অতিক্রম করে হেসে উঠলো
বাতাসে ছড়িয়ে দিলো রঙিন সুবাস
এও এক ধরণের যুদ্ধ, যুদ্ধজয়
তারপর আসে মৌমাছি
আসে প্রজাপতি
ফুল থেকে বাতাসে ছড়িয়ে পড়ে পরাগ
জন্মজ্যোতি
এও এক ধরনের মুক্তি
আকাশে অবমুক্ত শ্বেত কপোতের উল্লাস
দৃষ্টির অন্তরালে
এভাবে ঘটে যুদ্ধ
এভাবে আসে মুক্তি
মুক্তিযুদ্ধ এক গভীর নন্দন স্পন্দন।
অলংকরণঃ তাইফ আদনান