জলধি / কবিতা / বিজয়ের ছড়াগুচ্ছ
Share:
বিজয়ের ছড়াগুচ্ছ
তখন, এখন
 

আমরা তখন শরণার্থী ইন্ডিয়াতে থাকি 

দেশে ফেরার স্বপ্নটাকে বুকের ভেতর আঁকি। 

বাবা-কাকা যুদ্ধে গেছেন ফেরার খবর নাই 

কোথায় গেলে তোমরা বল তাদের খবর পাই? 

মায়ের চোলে জলের ধারা দিদির চোখেও জল

তাদের চোখে চোখ রাখলে, দু'চোখ টলোমল। 

ষোলই ডিসেম্বর এসেছে, যুদ্ধ হলো শেষ 

বাবা-কাকা কেউ ফিরেনি, ফিরলো বাংলাদেশ। 

আমরা ফিরি শূন্য হাতে, শূন্য বাড়িঘর 

পোড়া ভিটা, গাছপালা নেই,গ্রামটা জুড়ে ঝড়- 

রাজাকার আর আল-বদরে লুটেছে সব কিছু 

আমরা যে তার প্রতিবেশী, ভাবেনি তো পিছু, 

দাঁত দেখিয়ে হাসে তারা লজ্জা শরম নাই 

বুকের ভেতর কষ্ট নিয়ে দিন কাটিয়ে যাই। 

আজও আছি, বদলায়নি তাদের মনোভাব 

স্বাধীন দেশে রই পরাধীন এটুকুই লাভ!


আবার তারা 

 

চায়নি ওরা আমরা ভালো থাকি 

মা-বাবাকে বাংলা ভাষার ডাকি 

বায়ান্নতেই শুরু তাদের ঘৃণা

ভাবটা তাদের,আমরা মানুষ কী না? 

 

ক্ষোভটা জমে বুকের ভেতর জুড়ে 

প্রকাশ হলো কথা এবং সুরে 

আন্দোলনের তুমুল স্রোতের তোড়ে 

বিজয় এলো আজকের এই ভোরে।

 

তার জন্য ত্রিশ লক্ষের প্রাণ 

দু'লক্ষ মা ও বোনের মান 

দিতে হলো ঐ পাকিদের হাতে 

রাজাকার আর বদরেরাও মাতে-

 

মাতামাতি শেষ হলো এই দিনে 

তারা আছে, রাখো তাদের চিনে 

আবার তারা নখ বসাতে পারে 

থাকলে অটল বাংলা আমার হারে?


বিজয়ের চুয়ান্ন বছর

 

হাঁটি হাঁটি পা পা করে চুয়ান্ন বর্ষে

আমি মাতি তুমি মাতো আনন্দ হর্ষে।

 

বেদনার স্মৃতি নিয়ে শুরু হলো দিন 

সবাই কি মনে রাখে সে দিনের ঋণ

হাসি আজ মুখে ঝরে বেদনা তো নয় 

এ হাসির গভীরে যে কষ্টটা রয়-

তার কথা মনে হলে বুকে জমে মেঘ

সাথে থাকে শত মাইল বাতাসের বেগ 

কত ঝড় পেরিয়ে যে আজকের দিন 

দাঁতে খুলে ছেড়েছি  তো গ্রেনেডের পিন 

নামিয়েছি ধ্বস কতো পাকি বাংকারে 

হোক ঝড় ঝঞ্ঝা এ বাংলা কি হারে? 

ত্রিশ লাখ মানুষের রক্ত ও ঘামে 

দুই লাখ মা-বোনের ইজ্জত দামে 

কিনে আনি টকটকে লাল সূর্যরে 

সেই থেকে স্বাধীনতা আমাদের ঘরে। 

 

আমি মাতি তুমি মাতো আনন্দ হর্ষে

 

হাঁটি হাঁটি পা পা করে চুয়ান্ন বর্ষে।


সেদিন থেকে আজ  

 

বেদনার স্মৃতি নিয়ে শুরু হলো দিন 

সবাই কি মনে রাখে সে দিনের ঋণ

হাসি আজ মুখে ঝরে বেদনা তো নয় 

এ হাসির গভীরে যে কষ্টটা রয়-

তার কথা মনে হলে বুকে জমে মেঘ

সাথে থাকে শত মাইল বাতাসের বেগ 

কত ঝড় পেরিয়ে যে আজকের দিন 

দাঁতে খুলে ছেড়েছি  তো গ্রেনেডের পিন 

নামিয়েছি ধ্বস কতো পাকি বাংকারে 

হোক ঝড় ঝঞ্ঝা এ বাংলা কি হারে? 

ত্রিশ লাখ মানুষের রক্ত ও ঘামে 

দুই লাখ মা-বোনের ইজ্জত দামে 

কিনে আনি টকটকে লাল সূর্যরে 

 

সেই থেকে স্বাধীনতা আমাদের ঘরে।


ইতিহাস থেকে

 

পঁচিশ বছর পুড়ে পুড়ে

ছাই হয়েছে বাংলা মা তো

আজ আনন্দে ভালোবাসায়

তোমরা যেমন সবাই মাতো-

 

তার ইতিহাস জানতে হবে

রক্ত,চোখের জলের ধারায়

কার বুকেতে রক্ত ক্ষরণ

কেউ বা বুকের ধনকে হারায়-

 

কাদের বুকের ভেতর আজও

হাহাকারের কান্না মাখা

কতো ছবি আঁকা আছে

শুধুই লাল রক্তে আঁকা!

 

তাদেরকে আজ প্রণাম করো

ভালোবাসো হৃদয় থেকে

ভালোবাসার শিক্ষাটা নাও

 

ইতিহাসের সত্য এঁকে।



অলংকরণঃ তাইফ আদনান