জলধি / কবিতা / বিজয়
Share:
বিজয়
বিজয়
 
প্রতীক্ষার প্রিয় ফুল হাতে নিয়ে উড়ে চলি সময়ের হাটে।
অন্তত ফেরার সময় হলেও পৃথিবীর পথে পথে
হেঁটে চলি তোমারই উষ্ণতার
প্রেম, ফুল সোহাগী মায়ায়।

কিছু ভুল, কিছু শোক আরও কিছু জন্মঋণ
বুকের ভেতরে বারবার উঁকি মারে
অদৃশ্য আলোর মতো-
আমারই নিজস্ব পূর্ণতার সবুজ শরীর জুড়ে,
সোনালি ধানের উর্বশী মাঠের মতোন।

আরও কিছু প্রাপ্তির অধিক
ধেয়ে আসে আমারই বুকের গভীর
যার তরে পুষে রাখি আজন্ম ছায়া আর প্রেম
উদ্দাম উচ্ছ্বাস নিয়ে এইখানে বাংলার একাত্তরে।


অলংকরণঃ তাইফ আদনান