জলধি / কবিতা / ফুয়াদ হাসানের তিনটি কবিতা
Share:
ফুয়াদ হাসানের তিনটি কবিতা
মহাপ্রয়াণ 
জড়জীবনের চেয়ে ভাল ছিল
আঁতুরঘরেই দিতে যদি নুন
 
এ মৃত্যু নয়, নিশ্চিতভাবে খুন
 
সবকিছু আসে, আসে না সে-ঘুম
আয় পোড়ামুখো -- হায়রে মরণ
 
হত্যা তা হলে, না কী আত্মহনন
 
যমদূত কথা না-রেখে হঠাৎ
চুরি করে নিল ঝুলন্ত প্রাণ
 
মরা বলবে না তাকে, এ–মহাপ্রয়াণ

এপিটাফ
এক.
 
চারপাশের দেয়াল ডিঙিয়ে উদাসী ঘাস স্পর্শ করে
ডানামেঘ–ঘাসফড়িঙের। প্রাচীন ফাটলে পিঁপড়ের  
লুকোচুরি খেলা। রঙচটা ক্ষয়িষ্ণু সময়, রৌদ্রঝড়
না কি বৃষ্টির অনলে? অবোধ্য কথারা উড়ে যায় ফের
 
দুই.
 
কোন এপিটাফ লেখা নেই
মাটির কবরে
প্রতিদিন ভোরে
শিশিরের মতো অশ্রু ঝরে পড়ে
 
তিন.
 
শোকরেলি। কালোব্যাচ-ব্যানার। মিলাদ মাহফিল। কাঙালভোজ। স্মরণসভা। স্মৃতিসংখ্যা। এলিজি। একমিনিট নীরবতা। নীরবতা। 

ফিনিক্সজন্ম
এই শীতলতা ভালো লাগছে না
এত কোমলতা পছন্দ নয়
উদ্বাস্তু এ হৃদয় খুঁজছে নতুন দামামা
 
যুদ্ধ আসুক, যুদ্ধ লাগুক
দেশান্তরের স্বদেশ-বিদেশ
সবকিছু আজ শেষ করে দিক ধ্বংসযজ্ঞ
 
মৃত্যুপুরীর রক্তমিছিলে
হিম-কারবালা, শোকের শহর
পতন চূড়ায় জন্মাবে কোন ফিনিক্সজীবন


অলংকরণঃ তাইফ আদনান