এক টুকরো হীরে
এক টুকরো হীরের
অস্তিত্ব
চাঁদের হৃদয়জুড়ে নয়তো শাখাপ্রশাখায় নয়তো আমার নগ্নসত্বায়
এই মহাবিশ্বে সেই হীরের চেয়ে দামি আর কিছু নেই
কিছু নেই আত্মার অস্তিত্বজুড়ে
সাগর কিনারার পোস্তা খুঁটিতে বসে থাকা সেই নির্ভার গাঙচিলই কবিতা
কুকুর চাঁদের দিকে মুখ তুলে করুণ আর্তনাদে ডাকে
কুকুর বৃক্ষ শাখাপ্রশাখাদের করুণ আর্তনাদে ডাকে
কুকুর সুপ্তনগ্নসত্বা প্রকৃতিকে করুণ আর্তনাদে ডাকে
কুকুর নিখাদ আত্মপ্রবৃত্তিকে করুণ আর্তনাদে ডাকে
আমিও চাই গাঙচিলের শুভ্রসুন্দর বুকের মত নিষ্কলুষ হোক কবিতা
মহাবিশ্ব পাঁপড়ির মতো খশে খশে পড়ে অনাবৃত করে দেয় এক টুকরো হীরে
দুটো শব্দ বলে দেয় গাঙচিল নির্ভার ডানা মেলে ওড়ে ঢেউয়ের সাগর ঘিরে
কুকুর মৃত; নশ্বর চাঁদের মতো, শাখাপ্রশাখার মতো, আমার নগ্নসত্বার মতো
এই মহাবিশ্বে সেই হীরের চেয়ে দামি আর কিছু নেই
কিছু নেই আত্মার অস্তিত্বজুড়ে
র্যাবো
সবাই বললো ওর বয়স উনিশ; ওকে অগুনতি চুম্বন করা হয়েছিল
এতবার যে, ঠোঁট দুটো ওর হয়ে গিয়েছিলো হিমশীতল।
দৃষ্টিতে ও খুঁজে নিতো অপসৃয়মান হেঁটে যাওয়া প্রেমিকাদের
ওর ঠোঁটে যখন সুর, সবকিছুই তখন স্থানু, অনড় ।
উঠতিবয়সি আমরা ওঁকে বার'এ দেখতাম গান গাইছে
ওহ্ গড, কি মোহনীয় মাধূর্যময় ওর বালকস্বভাব
মার্কিন ব্লু'জ গাইতো আমাদেরই জন্যে, হিমায়িত ঠোঁটে
সুর তুলে, একের পর এক গেয়ে যেত আমাদের ব্লু'জ
অমিতাচারি স্বভাবে আর মননে
অধঃপতনে ধ্বংস হবার প্রাকমুহূর্ত আটকাবে বলে
একাগ্র কান পেতে ছিলো ওরা সুরমূর্চ্ছণা মুখর বাতাসে, তাই
খুঁজে পেলো সেই সুরেলা কন্ঠের অপূর্ব ব্যাপ্তি ।
"কল্পনা করো লুসিফার ..."
কল্পনা করো লুসিফার
দেবদূতোপমহীন কোন দেবদূতকে কল্পনা করো
একটা আপেল
তুলে আনা হয়েছে স্রেফ রং আর স্বাদের রসনায়
আত্মশক্তি, লাবণ্য, নিখুঁত আকৃতি, বীজ
ঈশ্বর আঁকা শৈলীবিহীন বাস্তবিক বৃক্ষজাত
একটা আপেল এর কথা!
কল্পনা করো লুসিফার
দেবদূতোপমহীন কোন দেবদূতকে!
একটা কবিতা
শব্দের বদলে কাটাছেঁড়া করে চলছে নিজেকেই
সৃজনীকল্পনা, অন্তমিল, ঐক্যতান
ঐশ্বরীক নির্দেশনা বিধা, কল্পনা করো যাবতীয় শিল্পজাতসৃষ্ট
একটা কবিতা।
আমি যে অনুশাসনের কথা বলি
তাই কি আইন?
কল্পনা করো লুসিফার
একজন সম্রাট রাজপরিচ্ছদহীন উলঙ্গ
ত্বকহীন, মাংসহীন, হৃদয়হীন
একজন সম্রাট !
অলংকরণঃ তাইফ আদনান