জলধি
/ কবিতা
/ জয়গোপাল মন্ডলের তিনটি কবিতা
জয়গোপাল মন্ডলের তিনটি কবিতা
আমাদের পিতা মুজিবর রাহমান
আমার পিতার জন্মদিন কতজন পালন করে?
বিশ্বের জীবনদর্শন সম্পর্কে
তাঁর কথা কতজন বলেন?
উনি যেকথা বলেছিলেন
সত্যিটা সবাই জানে —
অধিকার ছিনিয়ে নিতে কেউ কি বলেননি আগে?
ছিল : কখনো সূর্যের তাপে দগ্ধ,
কখনো চাঁদের অপরূপ সৌন্দর্যে ম্লান
কখনো গোলাপের অশ্লীলতায় ঢাকা
কেন? কেন এভাবে বছর বছর
ওঁর জন্মদিন পালনের হুজুগ?
আমাদের পিতার জন্মদিন মনে থাকে?
সবাই জানে, ঘরের সন্ন্যাসী বিবাগী হয় কেন!
চেনা বামুনেরও পৈতে লাগে।
চোখ খোলা রেখো আকাশের দিকে
ওর চোখগুলো বড্ড বড়, বিড়ালের থেকেও
শরীরটা ততটাই রুগ্ন
অথচ সর্বগ্রাসী, ভাববাদের সামিয়ানা
টাঙানো যেখানে সেখানেই ওর ছবিটা
ঝুলছে
ধুঁকছে
কাত হয়ে গেছে
পদ্মাতীরে পদ্ম নেই, দাম হয়ে আছে শ্যাওলা
ওকে দেখে ইঁদুরেরা এখন ভয় পায় না
ও চাসে গেল, চষে দিল
একটাও পাখি আর আসে না
পিজিতেও সেই দশা
ওর চোখ মানুষের না
হায়না
অমোঘ জলসত্র
তুমি কি দেখেছ আজ আকাশে এক ফুটফুটে কিশোর
মেঘ ছিঁড়ে ছিঁড়ে
রাতকে তুড়ি মেরে
উড়ুক্কু ফড়িং-এর ডানায়
এক ফোঁটা চন্দনের টিপছায়া।
সমুদ্রটা হঠাৎ কেন যে আকাশের গায় চুমু খায়,
তুমি পলাশ ভেবে দৌড়ে গেলে
তারপর ফক্কা, চাঁদের গুহায়
এখনো সাজানো পালংক
তুমি যাও, অনেক সাগর
রতিমেঘে গমগমে অপেক্ষায়...
অলংকরণঃ তাইফ আদনান