জলধি
/ কবিতা
/ গোবিন্দ সরকার এর তিনটি কবিতা
গোবিন্দ সরকার এর তিনটি কবিতা
চোখ
গ্রাম্য চোখ গুলো আমার অসম্ভব রকমের চেনা
সর্ষে দানার মত নিরীহ,
নয়নতারার মত অসাড়
মিথ্যা প্রশ্রয়ের লেশমাত্র অবকাশ নেই।
তবুও এই চোখগুলোই বেশি অন্ধকার দেখে,
ঘন কুয়াশায় ডুব দিয়ে
কবুল করে অনায়াসে তমসাচ্ছন্ন জীবন।
পৃথিবী
ঝুঁকে পড়লে পৃথিবীর কাছাকাছি হওয়া যায়,
আরেকটু ঝুঁকলে আশীষ।
একেই কেউ কেউ বলে মাথা নত করা।
পৃথিবীর ভার বেশি
জ্ঞানী মহাপুরুষের মত
এমন পৃথিবীর কাছে চাই বারবার নত হতে।
মিনু
মিনু গাছ হতে চায়।
তাই সব আয়োজন সেরেও ফেলেছে সে
মায়ের কাছে নিয়েছে মাটি
বাবার কাছে সার।
কে বলেছে, 'গাছ কার্বন ডাই অক্সাইড ভালবাসে।'
সেই হিসেবে মিনু বসিয়েছে বুকে
ফুসফুস আকৃতির কার্বন ডাই অক্সাইড প্ল্যান্ট।
অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন