জলধি / কবিতা / কাবেরী আইচের তিনটি কবিতা
Share:
কাবেরী আইচের তিনটি কবিতা

তোমার সাথে যাবো বলে

ছেড়েছিলাম এই শহর,

এই চেনা নগরীর চেনা কোলাহল

তোমার সাথে যাবো বলে..

 

নিত্যদিনের রুটিনমাফিক ডেকচিঘুটুনি

প্রতিবেশিনীর রোজনামচা চা-আড্ডা।

ছেড়েছিলাম..

তোমার সাথে যাবো বলে।

 

বহুদিনের জমানো টাকা ভেঙেছিলাম,

অনেক মায়ার'মুখ কিছুদিনের জন্য ছুটি দিয়েছিলাম।

তোমার সাথে যাবো বলে..

 

দুই'একটা বাক্সপেটরা বেঁধেছিলাম,

নতুন-পুরনো কিছু জামাকাপড় নিয়েছিলাম।

তোমার সাথে যাবো বলে..

 

অনেক ভালোবাসা আর প্রেম বুকে বেঁধেছিলাম,

যে মায়ার টানে স্মৃতির ভেলায় ভেসেছিলাম;

তোমার সাথে যাবো বলে...


কবিতা আশ্রম

কবিতারা আজ আশ্রমে যাক

নির্মলতার ছোঁয়ায় যাক

পবিত্রতার কোলে যাক

---কবিতারা আজ আশ্রমে যাক।

 

 শরতের কাশফুলের শুভ্রতা পাক

হ্রদের নীল জলের নীল পাক।

 

কবিতারা আজ কাব্যের ছন্দ পাক

দাঁড়ি-কমার মিলন পাক।

 

দোলনার দোদুল পাক

শ্রান্ত-পাখির নীড় পাক।

 

কবিতারা আজ গুরু-শিষ্যের দীক্ষা পাক

কবিতারা আজ আশ্রমে যাক।


ভাঙা কাঁচ

জানো তো!

হারালে সে একবার

আসেনা তো কভু

আগেরি অবয়বে আর!

 

আয়না ভেঙে দেখেছো কি কখনো!

কাঁচগুলো তো যায় দেয়া জোড়া

ক্ষত-বিক্ষত

টুকরো টুকরো!

কিন্তু,

দেখেছো কি?

দাগগুলো যায় রয়ে

যেমন সাইজে ভাঙা!



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন